কিভাবে যেতে হবে টাঙ্গুয়ার হাওরে ?

সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলায় টাঙ্গুয়ার হাওর অবস্থিত। সরাসরি বাস পাবেন ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার।

যে সকল বাস টার্মিনাল থেকে বাসটি ধরতে পারবেন – গাবতলী, সায়েদাবাদ বাস টামিনাল,  চিটাগাং রোড,  কলাবাগান, জনপোদের মোড় ইত্যাদি।

 বাসা থেকে বাসে ভাড়ার তারতম্য-  শ্যামলী, হানিফ,  মামুন, এনা ইত্যাদির  এসি বাস সার্ভিসের ভাড়া  ১২০০-১৩০০ টাকা । নন-এসি বাসে করে সুনামগঞ্জ যেতে জনপ্রতি ভাড়া ৮০০ টাকা। এবং আরও কম খরচে আল-মোবারকা বাসে যেতে পারেন, ভাড়া জনপ্রতি (নন-এসি) ৬৫০ টাকা। সিলেট বাসস্ট্যান্ডে নেমে খুবই সহজে সরাসরি  ৩০-৪০ টাকা (জনপ্রতি) ভাড়া দিয়ে 

সাহেব বাড়ি ঘাটে যেতে পারবেন।

টাঙ্গুয়ার হাওর  ভ্রমন ও দর্শনীয় স্থান গুলো যা যা ঘুরে দেখবেন ঃ

সুনামগঞ্জ জেলা – এটি সিলেট বিভাগের একটি সুন্দর এবং দার্শনিক একটি স্থান । 

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মজেলায় ও তাহিরপুরে এই সুন্দর স্থানের অবস্থান।

বর্ষাকালে এইখানের পরিবেশ থাকে খুবই মনরম এবং সবকিছুই পানিতে থই থই করে । যাকে আমরা সবাই বলি  টাঙ্গুয়ার হাওর।

টাঙ্গুয়ার হাওর হলো সুনামগঞ্জ জেলার সবচেয়ে আকর্ষণীয় দার্শনিক একটি স্থান।বর্ষাকালে সাহেব  বাড়ি নৌকা ঘাট থেকে আপনি পেয়ে জাবেন ইঞ্জিন চালিত বোট এবং হাউস বোট । এই বোট গুলোতে পেয়ে যাবেন থাকা খাওয়ার সকল ধরনের সু-বেবস্থা এবং ঘুরে বেরাতে  পারবেন এই সকল দার্শনিক স্থানে –

ভ্রমন ও দর্শনীয় স্থান গুলো যা যা ঘুরে দেখবেন –

▪️ টাঙ্গুয়ার হাওড়

      ▪️ ওয়াচ টাওয়ার

      ▪️ নীলাদ্রি লেক

      ▪️ লাকমা ছড়া

      ▪️ বারিক্কা টিলা

      ▪️ শিমুল বাগান

      ▪️ যাদুকাটা নদী

      ▪️ খরচার হাওড়

      ▪️ মাটিয়ান হাওড়

      ▪️ ভারত – বাংলাদেশ
বর্ডার

কিভাবে সবচেয়ে কম খরচে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করা যায়-

শেয়ারিং হাউসবোট ঃ
প্রিমিয়াম বা বিলাসবহুল হাউসবোট ছাড়াও আপনি কিছু শেয়ারিং হাউসবোট পাবেন অনেক কম খরচে টাঙ্গুয়ার হাওড় ঘুরার জন্য । সব চেয়ে কম খরচে একজন মানুষ ৪৫০০ টাকা এর ভিতরে খুব সহজেই ঘুরে আস্তে পারবে ।  ১০-১৫ জন অনায়াসে এসব নৌকায় / হাউস বোটে একসঙ্গে ভ্রমণ করতে পারবেন । সেই ক্ষেত্রে পুরো নৌকার রিজার্ভ ভাড়া ৪৫০০০ থেকে ৬০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে ।

টাঙ্গুয়ার হাওরে আমদের রয়েছে একটি হাউসবোট চাইলে আপনি এইখানেও ঘুরতে পারেন।

টাংগুয়ার হাওর ঘুরিয়ে বোট – জলকুমারী
২ দিন-১ রাত – প্যাকেজ
খাবার মেন্যু
🍽️ খাবার মেন্যু (মোট ৫ বেলা মেইন ফুড হবে):

প্রথম দিন:
বোটে চেক ইন এর সাথে সাথে ওয়েলকাম ড্রিংকস!
সকালের নাস্তা : চা, (তেহারী টাইপের সুনামগঞ্জের ট্র‍্যাডিশনাল খাবার), আচার, সালাদ।
স্ন্যাক্সসঃ চা ও বিস্কুট, অন্য দেশী ফল, বা পেয়ারা মাখা ।
দুপুরের খাবারঃ সাদা ভাত, হাওড়ের মাছ ভুনা, মুরগী ভুনা, মাছের মাথা দিয়ে সবজী, আলু ভর্তা, ডাল ও সালাদ ।
ডেজার্ট থাকছে – পায়েস।
বিকেলের স্ন্যাক্সসঃ নুডুলস ও চা ।
রাতের খাবারঃ ভাত, রাজ হাস ভুনা বা দেশী মুরগী , মাছের মুড়িঘণ্ট, টমেটো ভর্তা, মাছের ভর্তা, সালাদ, ডাল, সফট ড্রিংকস ।
দ্বিতীয় দিনঃ
সকালের নাস্তাঃ ভুনা খিচুরি, ডিম ভুনা, আচার, সালাদ, চা।
স্ন্যাকসঃ দেশী ফল ও লেবুর সরবত ও চা।
দুপুরের খাবারঃ সাদা ভাত, আলু ভর্তা, হাওড়ের / নদীর মাছ ভুনা, ডিমের কোরমা, সবজী, ডাল ও সালাদ ।
বিকেলের স্ন্যাক্সসঃ মুড়ি মাখা, পাকোড়া ও চা।
বাজারে যখন যেইটা পাওয়া যাবে সেই সাপেক্ষে খাবার মেন্যু পরিবর্তন হতে পারে।

✔️ হাউস বোটে যা যা সুবিধা পাবেনঃ
★ সম্পুর্ন বোট টি কাঠ ও বাশ দিয়ে ইকো ফ্লেভারে তৈরী করা হয়েছে। তাই সার্বক্ষণিক ঠান্ডা পরিবেশ পাবেন। রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে ৬ টি লেয়ারের মাধ্যমে। কোন লোহার বা শীট রকম স্টিল ব্যাবহার করা হয় নি।
★ ৪ টি রুম রয়েছে যার সাথে পাবেন ডোর লক রুম এবং সাথেই এটাচ বারান্দা।
★ ১ টি সিগনেচার আইটেম তিন দিকে খোলা বাতাস ঘর।
★ কমন ওয়াশরুম ২ টি
★প্রতিটি কেবিনেই রয়েছে অনেক বড় বড় জানালা । তাই রুমে বিছানায় শুয়ে- বসেও হাওড় উপভোগ করতে পারবেন অনেক আনন্দরে সাথে ।
★ সামনে আড্ডা দেয়ার জন্য রয়েছে বোটের গলুই।
★হাওড় উপভোগ এর জন্য ৮০০+ স্কয়ার ফিট বিশাল ছাদ। ছাদে কার্পেট, টেবিল ও বিশাল ৩ টি ছাতা রয়েছে।
★ পুরো বোটে উচ্চতা রয়েছে ৯ ফিট সোজা হয়ে হাঁটার জন্য একদম পারফেক্ট ।
★সামনে বসে হালকা দোল খেতে খেতে হাওড় উপভোগ এর জন্য সু সজ্জিত ট্র‍্যাডিশনাল দোলনা ।
★ প্রতিটি রুমে এ ফ্যানের ব্যাবস্থা।
★ দিনে রাতে বেশিরভাগ সময়ে জেনারেটর/ইলেক্ট্রিসিটি সার্ভিস।
★ ফোন, ক্যামেরা চার্জিং সিস্টেম।
★ ইনডোর গেমসের উপকরণ তো থাকছেই লুডু, কার্ড, উনো এবং আর অনেক কিছু ।
★সার্বক্ষণিক রুম সার্ভিস।
★ মিনারেল পানি ও চা এর ব্যাবস্থা থাকবে।
★ লাইফ জ্যাকেট।
★ওয়াশরুমে, সাবান, শ্যাম্পু।
★ জায়নামাজ।
★ অভিজ্ঞ গাইড।

প্যাকেজে অন্তর্ভুক্তঃ – হাউজবোটে সময় যাপন – সাইট সিইং – ২ টি ব্রেকফাস্ট, ২ টি লাঞ্চ, ২ টি ইভেনিং স্ন্যাকস ও ১ টি ডিনার – প্রতিটি কেবিনে ফ্যান, পাওয়ার সকেটের মত সুবিধা – লাইফ জ্যাকেট – কিচেন – লাইফ বয়া – ৪ জন দক্ষ স্টাফ এবং ১ জন দক্ষ বাবুর্চি সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবে -আনলিমিটেড চা -হাওড়ের পানিতে আনন্দঘন মুহূর্ত কাটানো সহ আরও অনেক কিছু।

বুকিং এর নিয়ম:
মোট টাকার ৪০% টাকা মোবাইল অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
বিকাশ পারসোনাল 01814207992
নগদ পারসোনাল 01635623992
(মোবাইল ব্যাংকিকে দিলে চার্জ দিতে ভুলবেন না)
Bank Information ISLAMI BANK AC NAME: GOGREEN AC NO: 20502330100145712 NAWABGANJ BRANCH ROUTING NO: 125274690
এছাড়াও আমাদের ঢাকা অফিসে এসে সরাসরি বুকিং করতে পারবেন।
বিকাশ অথবা ব্যাংকে পেমেন্ট করার পর এই ফর্মটি ফিল-আপ করে আপনার বুকিং নিশ্চিত করুন।