টাঙ্গুয়ার হাওরে অদ্ভুত জলজীবনের স্বাদ নেওয়ার নিমন্ত্রণ!
পানিতে ভেসে ভেসে কি এক আয়েশী জীবন!
হাউজবোটের ছাদে কৃত্রিম ঘাস কার্পেটে যেনো ছোটবেলার সেই বুনো শৈশবের উঁকি। ছাদবাগান টা যেনো অল্পতে চোখের আরাম দেয় মোলায়েম ভাবে।দোলনায় দোল খেতে খেতে এক কাপ চায়ে চুমুক কি খুব বেশি বিলাসিতা?
মেঘালয়ের পাহাড় থেকে ধেয়ে আসা মেঘের বৃষ্টির গানের সাথে বিচ চেয়ারে বসে রাতের আকাশে হাজার নামহীন তারা।
হেডফোনে ফুল ভলিউম এ একটা মিউজিক প্লে করে আকাশের দিকে তাকিয়ে থেকেছেন কখনো?
টাঙ্গুয়ার হাওরে ভেসে ভেসে খাচ্ছেন বাঙ্গালী সুস্বাদু খাবার,হাওরের তাজা মাছ,দেশী হাঁস,দেশী মুরগী? জ্বিভে জল এসে যাওয়ার মত রান্নার আয়োজনে ব্যস্ত অভিজ্ঞ শেফ। শেফ আবার সুন্দরবনের ভ্যাসেলে রান্না করে অভ্যস্ত। যারা খুলনায় যান সেদিকের খাবারের টেস্ট জানার কথা। যাদের আরেকটু প্রাইভেসি আর আরাম আয়েশ পছন্দ তাদের জন্য রুমের সাথেই জুড়ে দেয়া আছে ওয়াশরুম। নৌকার ছয় কেবিনের জন্য ছয়টা ওয়াশরুম। চার রুমের জন্য চারটা এটাচড ওয়াশরুম আর দুইরুমের জন্য ডেডিকেটেড দুইটা ওয়াশরুম।
এ সবই পাবেন “হিমাদ্রি হাউজবোটে”।
🌈 “হিমাদ্রি” মানে পর্বত।
মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত টাঙ্গুয়ার হাওরে সেই হিমাদ্রিতে আপনাদের আমন্ত্রণ।
👉🏻 চলুন একটু দেখে আসি হাওরের বুকে ভেসে থাকা হিমাদ্রি কেমন হলো-
★ ৬ টি কেবিন। সবগুলোই ডোর লক।
★ নৌকার সামনে একটা সুন্দর দোলনা, দোলনায় দোল খেতে খেতে উপভোগ করতে পারবেন অবিরাম জলরাশি আর মেঘালয়ের পাহাড়।
★ চারটি এটাচড বাথরুম(হাইকমোড) এবং দুইটি কমন ওয়াশরুম বাকি দুই রুমের জন্য ডেডিকেটেড।
★ নৌকার লাউঞ্জ আর ছাদে বিভিন্ন রকম গাছ।
★ লাউঞ্জে বসার জন্য পুরোটা একদম ওপেন।
★ ওপেন লাউঞ্জে চমৎকার লাইটিং।
★ ছাদে সবুজ কার্পেট বিছানো আছে, এবং বসার ব্যবস্থা।
★ রুমে ফ্যান, লাইট এবং চার্জিং পয়েন্ট।
★ জানালায় পর্দা দেয়া। চাইলে পর্দা টেনে প্রাইভেসি নিশ্চিত করতে পারবেন কিংবা পর্দা সরিয়েই নিতে পারবেন হাওরের পানির ঘ্রাণ।
★ ছাদে ডায়নিং স্পেস। ফ্লোরে কষ্ট করে খেতে হবেনা।
★ প্রতিটা কেবিনই ডোর লক, ভেতর এবং বাইরে থেকে লক করা যায়, বিশাল বড় বেড।
★ সোজা হয়ে হাঁটার মতো উচ্চতা।
★ ট্যুরে এসে এখানের স্থানীয় বাবুর্চির হাতে রান্না হাঁসভুনা, হাওরের তাজা মাছ, আখনি বিরিয়ানি দিয়ে হবে উদরপূর্তি।
★ দিনে রাতে নির্দিষ্ট সময়ে জেনেরেটর সার্ভিস
★ সার্বক্ষনিক চা-কফি আর সুস্বাদু নাস্তা।
★ নিরাপদ সাঁতার কাটতে সবার জন্য লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া।
★ ছাঁদে উঠার জন্য সিঁড়ি।
★ সাবান, শ্যাম্পু, হাইজেনিক উপকরণ।
★ রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে বেশ কয়েকটি লেয়ারের মাধ্যমে। ।
★ ফিল্টার পানির ব্যবস্থা।
★ হাই কমোড, লো কমোড সহ বোটে মোট চারটি ওয়াশরুম।
⛵ সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সার্ভিস পরিচালিত হবে তাই সকাল সকাল সুনামগঞ্জ পৌঁছেই তাহিরপুর পর্যন্ত কষ্টকর জার্নি করা লাগছে না।
Check In | 08:00 am |
---|---|
Check Out | 08:00 pm |